সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কয়েক শ চাকরিপ্রত্যাশী বিক্ষোভ করেছেন। ছবিটি সম্প্রতি তোলা। সূত্রের বরাত দিয়ে বিষয়টি আগেই জানাজানি হয়েছিল। এবার পর্যালোচনা কমিটির প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন, তারা সরকারি চাকরিতে পুরুষদের ক্ষেত্রে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে তারা চাকরি থেকে অবসরের বয়স নিয়ে কিছু বলেননি। আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।


গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়ে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে, যার প্রধান ছিলেন সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। নারীদের জন্য বয়সসীমা দুই বছর বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, আরও অধিকসংখ্যক নারী যেন চাকরিতে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে।