আলহামদুলিল্লাহ! এটি সত্যিই এক খুশির সংবাদ।
ছুম্মা আলহামদুলিল্লাহ! আমাদের উলামায়ে কেরাম ৫ নভেম্বর সরওয়ার্দী উদ্যানের ঘোষিত অবস্থান থেকে দ্রুত সরে এসে একতার পথে এগিয়ে এসেছেন। তাবলীগ ইস্যুতে তাদের নতুন চারটি দাবী ছিল:
১. বাংলাদেশে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
২. কাকরাইল মসজিদ শুধু আলমি শূরার অধীনে থাকবে।
৩. ইজতেমার দুই পর্বই কেবল আলমি শূরাপন্থীরা আয়োজন করবেন।
৪. মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসতে পারবেন না।
এই দাবিগুলোর মধ্যে তিনটি দাবী থেকে মাত্র ১০ দিনের ব্যবধানে তারা সরে এসে আমাদের দাওয়াতের কাজ এবং বিশ্ব ইজতেমার প্রস্তুতির পরিবেশ তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
হযরতজীর আগমনের বিষয়েও ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি। হযরতজীর আসার শর্তে আমরা এই বছরও দ্বিতীয় পর্বের ইজতেমা মেনে নিয়েছি। ইনশাআল্লাহ, এবছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে হযরত মাওলানা সাদ কান্ধলভী উপস্থিত থাকবেন।
0 Comments