বলিউডের গুণী অভিনেত্রী কাজল, যিনি শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকের অগণিত ভালোবাসা কুড়িয়েছেন। এবার তিনি বেশ ঘটা করে দুর্গাপূজা পালন করছেন। মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে জমজমাট আয়োজনের মাধ্যমে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

এই পূজায় কখনো অতিথি আপ্যায়ন করতে, কখনো আবার ভোগ পরিবেশন করতে দেখা যাচ্ছে কাজলকে। বরাবরই মেজাজী হিসেবে পরিচিত এই অভিনেত্রী, এ বছরও পূজায় নানা মেজাজে ধরা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পূজার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তিনি। তবে এর মাঝেই মেজাজ হারিয়ে ফেলেন কাজল। পূজামণ্ডপে জুতা পরে আসায় পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

ভিডিওতে দেখা যায়, পূজায় ব্যস্ত থাকা কাজল হঠাৎই রেগে যান এবং চিৎকার করে পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলেন, "যান, এখনই জুতা খুলে আসুন।" এরপর মাইক হাতে নিয়ে নির্দেশ দেন, "জুতাগুলো সব বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে, দয়া করে শ্রদ্ধা বজায় রাখুন।" এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন বোন তানিশা মুখার্জি এবং আলিয়া ভাট। কাজলের রাগ দেখে তারাও কিছুটা ঘাবড়ে যান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মন্তব্য ছিল মিশ্র। অনেকে কাজলের পক্ষ নিয়ে বলেন, "ঠিকই করেছেন, মন্দিরে জুতা পরে আসা কখনোই গ্রহণযোগ্য নয়।" অন্যদিকে, কিছু মানুষ রসিকতা করে বলেন, কাজলের এই আচরণে যেন জয়া বচ্চনের ছায়া দেখা যাচ্ছে, যিনি প্রায়ই পাপারাজ্জিদের ওপর রেগে যান। দুজনেরই বাঙালি রক্ত প্রবাহিত হওয়ায় এই তুলনা করেন তারা। – বলিউড লাইফ