শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা এবং আরও ৪টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে শহীদদের প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এই তথ্য জানান। তিনি বলেন, "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন" থেকে সাতটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আর্থিক সংকটে থাকা শহীদ পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তা, এককালীন ভাতা ও মাসিক ভাতা প্রদান। এছাড়া, যে কেউ ফাউন্ডেশনে সহায়তা পাঠাতে পারবেন। এই সিদ্ধান্ত জানানো হয় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে, যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে।

সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র আন্দোলনের হতাহতদের তালিকা সংরক্ষণে সমস্যার কারণে শহীদদের তালিকা তৈরিতে সরকারকে বেশ বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের বিদেশে পাঠানো হবে।

রাষ্ট্র সংস্কারে নতুন চারটি কমিশন

অন্যদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও চারটি নতুন সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে জানান, নতুন কমিশনগুলো হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারীবিষয়ক কমিশন এবং শ্রমিক অধিকার কমিশন।

তিনি জানান, স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. একে আজাদ খান, গণমাধ্যম কমিশনের প্রধান হবেন কামাল আহমেদ, নারীবিষয়ক কমিশনের প্রধান হবেন শিরিন হক এবং শ্রমিক অধিকার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এসব কমিশন পূর্ণাঙ্গ হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদনের পর্যালোচনা চলছে, এবং শিক্ষা কমিশন গঠনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।