রানি বিলকিস ও সোলায়মান (আ.)-এর ঘটনা
পবিত্র কোরআনে ইয়েমেনের এক সম্রাজ্ঞী বিলকিসের ঘটনা উল্লেখ করা হয়েছে। তিনি হজরত সোলায়মান (আ.)-এর যুগে বিস্তৃত এক সাম্রাজ্যের অধিপতি ছিলেন। সোলায়মান (আ.) তাঁর গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন যে, বিলকিস আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ না করেই একটি বিরাট সাম্রাজ্য শাসন করছেন। তখন তিনি তাঁকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানান। এ ঘটনাটি বিস্তারিতভাবে উঠে এসেছে কোরআনের সুরা নমলের ২৪টি আয়াতে।
হুদহুদ পাখি সোলায়মান (আ.)-এর কাছে ফিরে এসে জানায়, “আমি এমন একটি তথ্য পেয়েছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে সঠিক সংবাদ এনেছি। সেখানে একজন নারী পুরো জাতির ওপর শাসন করছেন। তাঁকে সব রকমের ঐশ্বর্য দেওয়া হয়েছে এবং তাঁর বিশাল এক সিংহাসন রয়েছে। কিন্তু আমি তাঁকে ও তাঁর সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করতে দেখেছি। শয়তান তাঁদের কাজগুলোকে শোভন করে দেখিয়েছে এবং সৎ পথ থেকে দূরে সরিয়ে রেখেছে।”
সোলায়মান (আ.) হুদহুদের দেওয়া তথ্য যাচাই করতে চান এবং বিলকিসের উদ্দেশ্যে একটি পত্র প্রেরণ করেন। সেই পত্রে তিনি লেখেন, “করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে শুরু। অহংকার করে আমাকে অমান্য করো না। আত্মসমর্পণ করে আমার কাছে আসো।”
পত্রটি পাওয়ার পর বিলকিস তাঁর পারিষদদের সঙ্গে পরামর্শ করেন। তিনি বলেন, “রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করেন, তখন তা বিপর্যস্ত করে দেন এবং মর্যাদাবানদের অপমানিত করেন। আমি সোলায়মানের কাছে উপঢৌকন পাঠাবো এবং তাঁর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করব।”
যখন দূতরা উপঢৌকন নিয়ে সোলায়মানের কাছে উপস্থিত হয়, তখন তিনি বলেন, “তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের থেকে উত্তম। তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে ফিরে যাও। আমি এমন এক বাহিনী নিয়ে আসব, যা তোমরা প্রতিরোধ করতে পারবে না।”
এরপর সোলায়মান (আ.) তাঁর দরবারে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “তারা আত্মসমর্পণ করতে আসার আগে, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন এখানে নিয়ে আসবে?” এক শক্তিশালী জিন বলল, “আপনি ওঠার আগেই আমি তা এনে দেব।” কিন্তু কিতাবের জ্ঞানসম্পন্ন এক ব্যক্তি বললেন, “আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব।” এরপর সিংহাসনটি সোলায়মানের সামনে উপস্থিত করা হয়।
সোলায়মান (আ.) নির্দেশ দেন, “তাঁর সিংহাসনের ধরন পাল্টে দাও, যেন দেখি তিনি তা চিনতে পারেন কি না।” বিলকিস এসে সিংহাসনটি দেখে বললেন, “এ তো ঠিক আমারই সিংহাসনের মতো!” এর মাধ্যমে তিনি সোলায়মানের প্রজ্ঞা ও শক্তি উপলব্ধি করেন।
সোলায়মান (আ.) তাঁকে একটি স্ফটিক প্রাসাদে প্রবেশের জন্য আমন্ত্রণ জানান। প্রাসাদটি স্বচ্ছ পানির মতো ছিল। বিলকিস ভেবে নেন, এটি জলাশয়, এবং তিনি কাপড় সামলে হাঁটতে চান। তখন সোলায়মান (আ.) তাঁকে বলেন, “এটি স্ফটিক দিয়ে তৈরি।”
এ ঘটনা দেখে বিলকিস উপলব্ধি করেন যে, তিনি এতদিন ভুল পথে ছিলেন। তিনি বলেন, “হে আমার প্রভু, আমি নিজেকে অবিচার করেছি। এখন আমি সোলায়মানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি।”
(সূত্র: সুরা নমল, আয়াত ২২-৪৪)
0 Comments