ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ আজ আঘাত হানতে পারে, বাংলাদেশে সম্ভাব্য প্রভাব

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ রূপ নিয়েছে। সমুদ্রবন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে দেশের তিনটি বিভাগে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে শনিবার দুপুরের দিকে। ঘূর্ণিঝড়টির প্রভাব বঙ্গোপসাগরের উত্তর অংশেও বিরাজ করছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।

তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, আজ দেশের দিনভর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড় ফিনজাল আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৬৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৫৮৫ কিলোমিটার, মোংলা থেকে ১,৫১০ কিলোমিটার এবং পায়রা থেকে ১,৫১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী সাগর অতি উত্তাল রয়েছে।