জীবনকে হেফাজতের জন্য মাসনুন দোয়া সমূহ
1. ঘুম থেকে ওঠার দোয়া
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।
অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের জীবন দান করেছেন মৃত্যুর পর এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে।
2. ঘুমানোর দোয়া
বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।
অর্থ: হে আল্লাহ, আপনার নামে আমি মরি এবং বাঁচি।
3. বাথরুমে প্রবেশের দোয়া
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পাপ ও অপবিত্র জিনদের থেকে।
4. বাথরুম থেকে বের হওয়ার দোয়া
গুফরানাকা।
অর্থ: আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি।
5. খাওয়ার আগে দোয়া
বিসমিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে (আমি শুরু করছি)।
6. খাওয়া শেষে দোয়া
আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমীন।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন এবং পান করালেন এবং আমাদের মুসলমান বানালেন।
7. নতুন কাপড় পরার দোয়া
আলহামদুলিল্লাহিল্লাযী কাসানী হাযা (আস-সাওব) ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিন মিন্নী ওয়া লা কুওয়্যাহ।
অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং আমাকে তা দান করেছেন, আমার নিজের শক্তি ও ক্ষমতা ছাড়াই।
8. ঘর থেকে বের হওয়ার দোয়া
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করছি, এবং আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ও ক্ষমতা নেই।
9. ঘরে প্রবেশের দোয়া
বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ: আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই আমরা বের হলাম এবং আমাদের প্রভুর উপর আমরা ভরসা রাখলাম।
10. যানবাহনে চড়ার দোয়া
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুঙ্গালিবুন।
অর্থ: পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এটিকে বশীভূত করেছেন, আমরা এর ক্ষমতা রাখতাম না এবং নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাব।
আশা করি, এগুলো আপনার উপকারে আসবে। আরও কোনো দোয়া প্রয়োজন হলে জানাবেন।
0 Comments